২০০৬ সালের ২৮ অক্টোবর নরকীয় হত্যার বিচারের দাবিতে
চুয়াডাঙ্গায় জামায়াতের লিফলেট বিতরণ- আপলোড টাইম : ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১৪ বার পড়া হয়েছে
২০০৬ সালের ২৮ অক্টোবর নরকীয় হত্যার খুনিদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার শহরের চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করে তারা। লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, অর্থ সম্পাদক কামাল উদ্দিন ও পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আশিক, ইমরান হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহসিন এমদাদুল্লাহ জামেন ও সেক্রেটারি সাগর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুহিদুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রাকিব। লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকারম দক্ষিণ গেটে জামায়াতের জনসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের কর্মীরা লঠি-বৈঠা নিয়ে জামায়াতে ইসলামীর সমাবেশে হামলা করে। সারাদেশে ওই ঘটনায় ২৭ অক্টোবর থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত তারা ১৮ জন জামায়াত ও শিবিরের নেতা-কর্মীকে হত্যা করে।