শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাকের পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর জাকের পার্টির জীবননগর পৌরসভা সংলগ্ন কার্যালয়, দামুড়হুদা উপজেলা কার্যালয় ও চুয়াডাঙ্গার পলাশপাড়াস্থ জেলা কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে র্যালী, মিলাদ মাহফিল, আলোচনা ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে দোয়া অনু্িষ্ঠত হয়। এ ছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুঠো ফোনে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য আব্দুল লতিফ খান যুবরাজ ফ্রান্সের রাস্ট্রীয় কর্মকর্তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে যে ব্যঙ্গবিদ্রুপ করেছে তার তীব্র সমালোচনা ও নিন্দা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চকলা, জেলা সহ সাংগঠনিক সম্পাদক আক্বাছ আলি, সহ সভাপতি ফিন্টু মিয়া, ছাত্র ফ্রন্টের সভাপতি আজগর আলী, যুব ফ্রন্ট সভাপতি রুস্তম মল্লিক, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা জাকের পার্টির যূগম সম্পাদক রুহুল কুদ্দুস সহ সকল নেতাকর্মীর রা উপস্থিত ছিলেন। দোওয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. মোস্তফা কামাল।
