নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম আশরাফ আলী চণ্ডীপুর গ্রামের পূর্বপাড়ার শামসুদ্দিন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশরাফ আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী মৃত আবু ইউসুফের দুই ছেলে মতিয়ার রহমান (৩৮) ও আবু তাহেরের (৩৫) সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে গতকাল সকালে জমির সীমানা নিয়ে আশরাফ আলীর সঙ্গে মতিয়ার রহমান ও আবু তাহেরের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে মতিয়ার রহমান লাঠি দিয়ে আশরাফ আলীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় আশরাফকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহসিন সাদিয়া বলেন, রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা আশরাফকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তাঁর মাথায় গুরুতর জখম হয়েছে। জখম স্থানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।