চুয়াডাঙ্গায় জঙ্গিবাদ ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে সন্ত্রাস,জঙ্গিবাদ ও অপতৎপরতার বিরুদ্ধে আজও প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে চুয়াডাঙ্গায় । গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনের রাস্তায় ঘন্টাব্যপি মানবন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। বেলা সাড়ে ১১টা থেকে জেলা শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে একই কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও ব্যবসায়ি সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখা । নিজ নিজ ব্যবসা বইয়ের দোকান ১ ঘন্টা বন্ধ রেখে জঙ্গিবাদের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করেন স্থানীয় পুস্তক ব্যবসায়িরা ।