
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার ছাত্রলীগ নেতা টোকন, চয়ন ও সাকের জামিনে মুক্তি পেয়েছে। টোকন ও চয়নের মধ্যে মারামারি হওয়ায় একে অপরের মামলায় একই রাতে দুজনকেই পুলিশ আটক করে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তারা জামিনে মুক্তি পায়। তাদেরকে অভিন্দন জানাতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ কর্মীরা ছুটে আসে চুয়াডাঙ্গা জেলা কারাগারের সামনে। দীর্ঘ সময় অপেক্ষা করে টোকন, চয়ন ও সাকেরকে দেখতে পেয়ে ফুল দিয়ে বরণ করে নেয়। প্রায় ২০দিন কারা বরণ করে তারা জামিনে মুক্তি পায়। তাদেরকে মোটরসাইকেলযোগে নিয়ে আসা। সেখানে উপস্থিত ছিলো ছাত্রলীগ কর্মী বনি, খাইরুল, রানা, মিন্টু, ফারুখ, রাজু, উজ্জ্বল, সোহেল, সাগর, বাচ্চু, মাসুদ, ছোট প্রমুখ।