
সমীকরণ প্রতিবেদন:
গত ১ জানুয়ারি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন।
ছাত্র সমাবেশে প্রধান অতিথি শাহাজান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। নেত্রীকে দ্রুত মুক্তি দিতে ছাত্রদল রাজপথে থেকে সমস্ত অপশক্তিকে মোকাবেলা করবে। ছাত্রদলের মাধ্যমেই স্বৈরশাসনের পতন হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান বক্তা মোমিন মালিতা বলেন, ছাত্রদলের ইতিহাস গৌরবময়। স্বৈরশাসকের সনদ উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদলের ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। ছাত্রদল সংটকাল মোকাবেলায় বদ্ধপরিকর। স্বৈরশাসন কে আর দীর্ঘায়িত হতে দেওয়া হবে না।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ এর উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, আশিকুল হক শিপুল, মোস্তফা কামাল, সাহাবুদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, আশিকুর রহমান, তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সম্পাদক রোকন জোয়ার্দ্দার, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান ইকরামুল হক, সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ ও সদস্য শোয়ে়ব তিতাস।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা মুক্ত, শেখ সাহাবাজ সুজন, জিলাল হোসেন, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, সাইমুম আহমেদ ইকবাল, জমির উদ্দিন, আশরাফুল আলম দোদুল, সহসাধারণ সম্পাদক কায়েস আহমেদ, নাজমুস সাকিব, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, রাশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক হিরক আগমেদ, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, আপ্যায়ন সম্পাদক শুকুর আলী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান মাবুদ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, হাসানুজ্জামান রাজ, সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, সদস্য সচিব সাইমুম আরাফাত, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, রুবেল হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম ডি কে সুলতান, দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইবনে লিমন, সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শহীদ ইসলাম সুজন, সামাউল ইসলাম, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, আব্দুল মুকিত, দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্য সচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, নুর উদ্দিন, রাজু আহমেদ, আসিফ হাসান, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সদস্য সচিব মোকছেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, রাজন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরন হাসনাত রাসেল ও জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান। ছাত্র সমাবেশে ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রোববার প্রখম জানুয়ারি জেলা ছাত্রদলের ভি জে স্কুল রোডস্থ কার্যালয়ে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।