নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ মিনা মণ্ডল (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাজরাহাটি হাজি মোড় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মিনা মণ্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স হাজরাহাটি হাজি মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মিনা মণ্ডলকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিনার নিজ বাড়ি থেকে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানার পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার মিনা মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
গাঁজাসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।