শিরোনাম:
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আলুকদিয়ার রিপন আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:৩৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৩৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গাঁজাসহ আলুকদিয়া গ্রামের রিপন শেখ (৩০) নামে একজনকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১শ’৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে অভিযানকারি দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্য অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া মাঠপাড়ায় আটককৃত আসামীর নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১শ’৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।
ট্যাগ :