
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী রেলগেট এলাকা থেকে ২৬ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত সাজ্জাদ হোসেন বেলাগাছী মুসলিম পাড়ার শফিকুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেলগাছী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ২৬ গ্রাম গাঁজাসহ সাজ্জাদ হোসেনকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে সাজ্জাদ হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।