চুয়াডাঙ্গায় গরম পানিতে ঝলসে যুবক আহত
- আপলোড টাইম : ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৩৭৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভান্ডারদোহা গ্রামে গরম পানিতে ঝলসে ইমদাদুল (৩৫) নামের এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইমদাদুল চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভান্ডারদোহা গ্রামের পূর্বপাড়ার মৃত রতন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল ভান্দারদোহার ভেড়াতলার মাঠে ধান ঝাড়ার মেশিন নিয়ে যাচ্ছিল ধান ঝাড়ার উদ্দেশ্যে। পরে কিছুদূর পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি উল্টে ইমদাদুলের গায়ের উপরে পড়লে মেশিনের গরম পানি তার গায়ে পড়ে। এতে ইমদাদুলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আহত ইমদাদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, ইমদাদুলের অবস্থা আশঙ্কামুক্ত। তার শরীরের ৩০ শতাংশ ঝলসে গেছে গরম পানিতে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা এখন উন্নতির দিকে।