চুয়াডাঙ্গায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি ব্যাংক চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের ২০১৬-১৭ অর্থ বছরের প্রথম শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ কৃষি ব্যাংক, চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ে গত ৩০/০৬/১৬ইং ভিত্তিক পর্যালোচনা এবং ২০১৬-১৭ অর্থ বছরের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তাারিত আলোচনা করা হয়। আঞ্চলিক ব্যবস্থাপক মো: ফারুক উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয় কুষ্টিয়ার মহাব্যবস্থাপক রোহিনী কুমার পাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো: জসমত আলী। চুয়াডাঙ্গা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও মাঠকর্মীগন উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।