চুয়াডাঙ্গায় কৃষক শেরেগুল হত্যা মামলার অন্যতম আসামী চাঁদ আটক : আদালতে সোপর্দ
- আপলোড টাইম : ০৫:০০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
- / ৩৯৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হাজরাহাটিতে কৃষক শেরেগুল হত্যা মামলার আসামী চাঁদ আলীকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে আলডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে সদর থানা পুলিশ। চাঁদ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের খোকনের ছেলে। জানা যায়, গত (৫ জুলাই) বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে শেরেগুলের সঙ্গে তার ফুফাতো ভাইয়ের ছেলে আরিফের জমিজমা সংক্রান্ত নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আরিফ তার লোকজন নিয়ে শেরেগুলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী রেফার্ড করলে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। পরদিন তার স্ত্রী বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৩/১৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত শেরেগুল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএ্যান্ডবিপাড়ার মৃত বরকত আলীর ছেলে। এদিকে, গতকাল আটককৃত চাঁদ আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।