নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় উন্নয়ন মেলার দ্বিতীয় দিনের কর্মসূচী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প (ব্র্যান্ডিং) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, দারিদ্র বিমোচন বিষয়ে সরকারের সফলতা শীর্ষক উপস্থাপনা করা হয়। দুপুর ১২টায় বালকদের দাড়িয়া বান্ধা ও বালিকাদের দড়িলাফ খেলা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও ফ্রেন্ড্স ক্লাব এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আ: রাজ্জাক। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, সদর উপজেলা এসিল্যান্ড পুলক কুমার মন্ডল ও সহকারি কমিশনার সৈয়দা নাফিজ সুলতানা। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।