নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গা শহরসহ আশপাশ অঞ্চলকে নিরাপদ রাখতে চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক বিশেষ পুলিশী অভিযান অব্যাহত রেখেছে। ঈদের এই বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র চাপাতিসহ ৩ যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা রেল গেইটের নিকট থেকে এই ৩ যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হল, চুয়াডাঙ্গা শহরের মসজিদ পাড়ার রেজাউলের ছেলে আকাশ (২০) একই এলাকার মোমিনের ছেলে শাহিন (১৬) ও শহিদুলের ছেলে রাজু (২০)। তাদের কাছ থেকে একটি ১১ ইঞ্চি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। আটকৃতদের চুয়াডাঙ্গা সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় সদর থানা পুলিশের এক কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।