চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুরে অবস্থিত দেশের আলোচিত ই-কমার্স আদিয়ান মার্টে অভিযান চালিায়েছে র্যাব। গতকাল শুক্রবার সকাল থেকে র্যাবের সন্ধ্যা পর্যন্ত র্যাবের একটি দল আদিয়ান মার্টের প্রধান কার্যালয় ঘিরে রেখে অভিযান পরিচালনা করে। ঝিনাইদহ র্যাব-৬ এর মেহেরপুর গাংনী ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে আদিয়ান মার্টের ম্যানেজার মিনারুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ‘আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে র্যাব দিনভর একটি অভিযান চালিয়েছে। আমাদের একজন পরিচালক এখনো পর্যন্ত র্যাবের হেফাজতে রয়েছে।’
এ বিষয়ে র্যাব গাংনী ক্যাম্পের ডিএডি এসআই রেজা বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।