চুয়াডাঙ্গায় ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদকসেবি আটক
- আপলোড টাইম : ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
- / ৩২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদকসেবিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা শহরের পুরাতন স্টেডিয়াম পাড়া ও হায়দারপুর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো- হাইদারপুর এলাকার তরিকুল ইসলাম (২৮)ও আলমডাঙ্গা মিয়াপাড়া এলাকার স্বজল (২৬)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই হুমায়ুন রশিদসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার হাইদারপুর মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার সফি মোল্লার ছেলে তরিকুল ইসলামকে ৩পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। অপরদিকে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স পুরাতন স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিলসহ আলমডাঙ্গা মিয়াপাড়ার আক্তারুজ্জামানের ছেলে স্বজলকে তিন বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।