নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার আওয়ামী লীগ নেতা আলমের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় নিজ নিজ এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বেলগাছি মুসলিম পাড়ার এনামুলের ছেলে এনদাদুল হক (৩৫) ও পোস্ট অফিস পাড়ার রতন আলীর ছেলে দিশান চৌধুরী (২১)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর পূর্বশত্রুতার জেরে বেলগাছি রেলগেট এলাকায় রনোর চায়ের দোকানে আলম হোসেন নামে এক যুবকের ওপর হামলা চালায় এক দল দুর্বৃত্তরা। আহত আলম বর্তমানে চিকিৎসাধীন আছেন। গতকাল আলমের ভাইরাভাই শন্তিপাড়ার ইউছুপের ছেলে ইমদাদুল হক বাদী হয়ে সদর থানায় ১২ জনের নাম উল্লেখসহ ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। মামলা হলে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন। বাকীদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলে নিশ্চিত করেন সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলাতে আটক দেখিয়ে আজ তাঁদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।