সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু, করোনা শনাক্ত ২১৫৮
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য প্রকাশ করে। গতকাল কুষ্টিয়া মেডিকলে কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গা থেকে ২ সেপ্টেম্বর প্রেরিত ২৮ জনের নমুনার রিপোর্ট পৌঁছায় জেলা সিভিল সার্জন অফিসে। এর মধ্যে ৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকি ২২ জনের নমুনার ফলাফল নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৮৪ জন। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও জীবননগর উপজেলার ১ জন। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৩ জন। আক্রান্তদের বয়স ২৪ থেকে ৫৯ বছরের মধ্যে।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৫৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে। মোট শনাক্ত ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৬৪ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬১৭ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর বুধবার জেলা সিভিল সার্জন অফিস করোনা আক্রান্ত সন্দেহে ২৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল বৃহস্পতিবার উক্ত ২৮টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। গতকাল জেলায় ২৪ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার ১৩ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও জীবননগর উপজেলার ১০ জন। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ ৩৪টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২৯টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৫টি নমুনাসহ সংগৃহীত ৩৪টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, গতকাল নতুন ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল জেলায় ২৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৬ জন চিকিৎসাধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৬১টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৯২৮টি, পজিটিভ ১ হাজার ২৮৪টি ও নেগেটিভ ৩ হাজার ৬৪৪টি। গতকাল নতুন ২৪ জন সুস্থ হয়েছেন। গতকাল সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১৩ জন, দামুড়হুদা উপজেলার হোম আইসোলেশন ১ জন ও জীবননগর উপজেলা হোম আইসোলেশন থেকে ১০ জন নতুন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৮৪৫ জন ও মৃত্যু ৩০ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৩৬৪ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩৬ জন।