চুয়াডাঙ্গায় আরও ৫ জন আক্রান্ত, সুস্থ ১২

সারা দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ১৭০৫
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৭০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন আরও ৪০জন। পাঁচদিন পর দৈনিক মৃত্যুর খাতায় আবার ৪০-এর ঘরে উঠল। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে মোট ৪ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সেমাবার জেলা স্বাস্থ্য বিভাগ ৩০টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ ও ২৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে। নতুন ১২জনসহ এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২১৬ জন রোগী সুস্থ হলো।
জানা যায়, গত রোববার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ ৩০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এরমধ্যে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও ২৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল নতুন শনাক্ত ৫ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন ও জীবননগর উপজেলার ১ জন রয়েছে। আক্রান্তদের মধ্য পুরুষ ৪ জন ও নারী ১ জন। বয়স ৩১ বছর থেকে ৭৮ বছরের মধ্যে।
গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থবিভাগ ৩৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৮টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৪টি দামুড়হুদা উপজেলা থেকে ৫টি ও জীবননগর উপজেলা থেকে ৭টি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, ‘চুয়াডাঙ্গায় নতুন করে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জীবননগর উপজেলার হোম আইসোলেশন থেকে ১২ জন সুস্থ হয়েছে।’
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের ২১ সেপ্টেম্বরের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৫৭৫টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৪২৪টি, পজিটিভ ১ হাজার ৪০০টি, নেগেটিভ ৪ হাজার ৩৩টি। গতকাল হোম আইসোলেশন নতুন ১২ জনসহ এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ২১৪জন ও মৃত্যু ৩৭জন।