চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড টাইম : ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
- / ৬০৬ বার পড়া হয়েছে
যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ
নিজস্ব প্রতিবেদক: “যুব সম্প্রদায়ের জন্য নিরাপদ পরিসর সেøাগান নিয়ে” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস চুয়াডাঙ্গায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে একই জায়গায় এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিতে যুব প্রশিক্ষন কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনপ্রার্থীসহ উপ-পরিচালক, সহকারী পরিচালক, উপজেলা যুব উন্নয়ন অফিসার, অত্র দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এএইসএম শামিমুজ্জামান, জেলা মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার, জাহাঙ্গীর আলম ও যুব প্রশিক্ষকমন্ডলি প্রমূখ।
প্রধান অতিথি জিয়াউদ্দীন আহমেদ তার বক্তব্যে বলেন, যুবকরা এদেশের জনসম্পদ। দেশের মোট জনগোষ্ঠির একটি বৃহৎ অংশ যুবক। তাই যুবকরা নিজেদের আত্মনির্ভরশীল করে তুললে দেশের উন্নয়ন গতিশীল হবে। তিনি যুব প্রশিক্ষনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজেদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। প্রতিটি যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে নিরাপদ স্থানের পরিবেশ তৈরী করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। যুব উন্নয়ন যুবকদের প্রশিক্ষন দিয়ে মানব সম্পদে পরিণত করছে। তারা নিজেরাই এখন নিজেদের কাজ করে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে।
এ বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো “যুব সম্প্রদায়ের জন্য নিরাপদ পরিসর” এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ-প্রশিক্ষক তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম।