চুয়াডাঙ্গায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য আটক
- আপলোড টাইম : ০৯:১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
- / ৪১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আন্ত জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য গবড়গাড়ার শাহিনকে (২৫) চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের হাতে আটক হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চুরি হওয়া এসকল মোটরসাইকেলের মধ্যে একটিও উদ্ধার হয়নি। দিনভর জিজ্ঞাসাবাদ চলেছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। গত শনিবার দিবাগত গভীর রাতে চুয়াডাঙ্গা শহরতলী জাফরপুর এলাকায় শ্বশুর সামসুলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, সদর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলী জাফরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় আন্ত জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য গবড়গাড়া গ্রামের আব্দুল জালালের ছেলে শাহিনকে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শহরে পরপর কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটায় সর্বত্র মোটরসাইকেল চোর আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোটরসাইকেল চুরির বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদও পরিবেশন হয়। যার ফলে মোটরসাইকেল চোরচক্রের সদস্যদের আটক ও চুরি হওয়া এসকল মোটরসাইকেল উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা বাড়িয়ে দেয় জেলা পুলিশ। ফল স্বরুপ নিজ শ্বশুরের বাড়ি জাফরপুর এলাকা থেকে চুয়াডাঙ্গা’র এক আন্তজেলা চোরচক্রের সদস্যকে আটক করা সম্ভব হলো। তবে পুলিশের দাবি তাদের অভিযান অব্যহত আছে। মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িতদের বিষয়ে অনুসন্ধ্যান চলছে এর সাথে সংশ্লিষ্ট বাকিদেরও আটক করে আইনের আওতায় আনা সম্ভব হবে।