চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আত্মবিশ^াসের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর বিশ্বাস বাড়ির মাঠে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাস এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

‘মানুষ মানুষের জন্যে’ স্লোগানে কম্বল বিতরণ অনুষ্ঠানে আত্মবিশ্বাস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরাফাত রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বাড়তে শুরু করেছে। গরম কাপড়ের অভাবে অসহায় মানুষগুলো রাতে ঘুমাতে পারে না। সমাজের উঁচুস্তরের মানুষজন তাদের পাশে দাঁড়িয়ে একটু মমতার দৃষ্টি দিলে তারা আরামে ঘুমাতে পারবে। শীতার্ত মানুষগুলো কতটা দুর্বিসহ জীবনযাপন করে, তা রাতে শহরের রেলস্টেশনে গেলেই দেখা যাবে। মানবতার সেবা সবচেয়ে বড় ইবাদত।’ তিনি আরও বলেন, শীতার্ত মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের জন্য যে যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের একটু সহায়তা লাঘব করতে পারে তাদের কষ্ট এবং দুর্বিষহ জীবন। এই মহৎ কাজের জন্য আমি আত্মবিশ্বাস সংস্থাকে ধন্যবাদ জানায়।’

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন। তিনি বলেন, ‘ঠাণ্ডা বাতাসের দাপট আর হাড় হিম করা ঠান্ডা ও কুয়াশায় জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। সেই নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আত্মবিশ^াসকে সাধুবাদ জানায়। গত বছরও আমি আত্মবিশ^াসের কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলাম। আত্মবিশ^াস অনেক ভালো ভালো কাজ করে। সেই ভালোর ধারাবাহিকতা বজায় থাকুক।’

সভাপতির বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ^াস বলেন, ‘আত্মবিশ^াস গরিব-দুঃখী মানুষের পাশে আগেও ছিল, এখনও আছে। সামনের দিকেও থাকবে। এ অঞ্চল তথা দেশের মধ্যে আত্মবিশ^াস সুনামের সাথে কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও আত্মবিশ^াসের ভূমিকা আছে।’ অনুষ্ঠানের শুরতেই স্বাগত বক্তব্য দেন আত্মবিশ্বাস সংস্থার নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাস।
আত্মবিশ^াসের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দারের সার্বিক সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপক (কার্যক্রম) কপিল কুমার পাল, আত্মবিশ্বাসের নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মো. ইকতিয়ার উদ্দিন রানা, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আককাস আলী, সহকারী পরিচালক (মাইক্রোক্রেডিট) এ কে এম হাসানুজ্জামান, সহকারী পরিচালক আবু সাদাত রিমু, এমআইএস অফিসার জাহাঙ্গীর আলম ও মানবসম্পদ কর্মকর্তা শাহ্ আলম আলো