চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
অস্বাস্থ্যকরভাবে ও স্বাস্থ্যবিধি অমান্য করে খাদ্যদ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি লংঘন করায় চুয়াডাঙ্গার মেসার্স অভি ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযানটি পরিচালনা করেন। এ সময় তিনি জরিমানার পাশাপাশি ভবিষ্যৎ সংশোধনের জন্য কিছু নির্দেশনা প্রদান করেন প্রোডাক্টসকে।