চুয়াডাঙ্গায় অসহায় পরিবারকে স্বাবলম্বী করল সংযোগ
- আপলোড টাইম : ০৯:১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ১৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় সংযোগ সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে একটি দোকানঘর বানিয়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ দোকানঘরের উদ্বোধন করেন সংযোগ টিমের সদস্যরা। এতে খুশি ওই পরিবারটি।
জানা গেছে, সদর উপজেলার হাটকালুগঞ্জ এলাকার এক দিনমজুর কাজ করতে গিয়ে কয়েকমাস আগে গুরুতর দুর্ঘটনার শিকার হন। এতে দীর্ঘদিন অসহায় ও অসুস্থ অবস্থায় ভোগান্তির পর কিছুটা শারীরিক সুস্থতা পেলেও তিনি কাজ করার সামর্থ্য হারান। ভারি কাজ করতে চিকিৎসকের নিষেধ থাকায় এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় পুরো পরিবারই পড়ে চরম বিপদে পড়েন। পরে পাশে এসে দাঁড়ায় সংযোগ টিম।
এসময় উপস্থিত ছিলেন সংযোগের কোষাধ্যক্ষ শাহরিয়ার স্বপ্নীল, স্বাবলম্বী প্রজেক্ট (একটি দোকান) প্রজেক্ট লিডার মুশফিকুর রহমান, সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন চুয়াডাঙ্গার টিম কো-অর্ডিনেটর মাহিন বিল্লা, ফাহিম উদ্দিন, মো. সুমন, মারুফ, নুসরাত জাহান রোজা, নিতু ইসলাম, উম্মে মাইশা, হামিদ উদ্দিন প্রমুখ।