ইপেপার । আজ বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দর্শনা বাজার কমিটির সভাপতি টিপু সুলতান আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
  • / ৫২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির আত্মীয় দর্শনা বাজার কমিটির সভাপতি টিপু সুলতানকে এক যুবতি’র সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল। পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে টিপু সুলতানসহ যুবতিকে সদর থানায় সোপর্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। আটকের হাত থেকে নিজেকে বাঁচাতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সাথে তার পরিচয়ের কৌশল ব্যাবহার করে টিপু। কিন্তু অবশেষে তাকে থানায় সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের ঈদগাহপাড়া এলাকার যুবতির খালার বাড়ি’র একটি কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানা পুলিশ।
জানা যায়, সদ্য নির্বাচিত দর্শনা বাজার কমিটির সভাপতি স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির আত্মীয় দু’কন্যা সন্তানের পিতা টিপু সুলতান ও একই এলাকার আজমপুরের কলেজছাত্রী সোনিয়ার সাথে গত কয়েকদিন আগে মুঠোফনের মাধ্যমে যোগাযোগ হয়। সেই সুত্রে দু’জনের সম্মতিতে অনৈতিক কাজের বাসনায় গতকাল দুপুরের কিছু সময় পর দর্শনা থেকে চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়ায় আটক যুবতির খালা’র বাড়িতে প্রবেশ করে। পরে উক্ত জনৈক খালার বাড়ির একটি কক্ষে দরজা-জানালা আবদ্ধ অবস্থায় অনেকটা সময় অতিবাহিত করে তারা। পরে বাধসাধে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুবক্কর সিদ্দিকসহ ডিবি’র একটি চৌকশ দল চুয়াডাঙ্গা পৌর শহরের ঈদগাহপাড়ার ঈদগাহ সংলগ্ন জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনৈক ব্যক্তির বাড়ির একটি কক্ষে দরজা জানালা আটকানো অবস্থায় দামুড়হুদা উপজেলার দর্শনা থানাপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির আত্মীয় এবং দর্শনা বাজার কমিটির সভাপতি টিপু সুলতান (৪৫) ও দর্শনা আজমপুরের নাছির উদ্দীনের মেয়ে সোনিয়া (১৮) নামে এক যুবতিকে আটক করে। পরে আটককৃতদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় সদর থানা পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দর্শনা বাজার কমিটির সভাপতি টিপু সুলতান আটক

আপলোড টাইম : ০৮:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির আত্মীয় দর্শনা বাজার কমিটির সভাপতি টিপু সুলতানকে এক যুবতি’র সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল। পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে টিপু সুলতানসহ যুবতিকে সদর থানায় সোপর্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। আটকের হাত থেকে নিজেকে বাঁচাতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সাথে তার পরিচয়ের কৌশল ব্যাবহার করে টিপু। কিন্তু অবশেষে তাকে থানায় সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের ঈদগাহপাড়া এলাকার যুবতির খালার বাড়ি’র একটি কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানা পুলিশ।
জানা যায়, সদ্য নির্বাচিত দর্শনা বাজার কমিটির সভাপতি স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির আত্মীয় দু’কন্যা সন্তানের পিতা টিপু সুলতান ও একই এলাকার আজমপুরের কলেজছাত্রী সোনিয়ার সাথে গত কয়েকদিন আগে মুঠোফনের মাধ্যমে যোগাযোগ হয়। সেই সুত্রে দু’জনের সম্মতিতে অনৈতিক কাজের বাসনায় গতকাল দুপুরের কিছু সময় পর দর্শনা থেকে চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়ায় আটক যুবতির খালা’র বাড়িতে প্রবেশ করে। পরে উক্ত জনৈক খালার বাড়ির একটি কক্ষে দরজা-জানালা আবদ্ধ অবস্থায় অনেকটা সময় অতিবাহিত করে তারা। পরে বাধসাধে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুবক্কর সিদ্দিকসহ ডিবি’র একটি চৌকশ দল চুয়াডাঙ্গা পৌর শহরের ঈদগাহপাড়ার ঈদগাহ সংলগ্ন জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনৈক ব্যক্তির বাড়ির একটি কক্ষে দরজা জানালা আটকানো অবস্থায় দামুড়হুদা উপজেলার দর্শনা থানাপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির আত্মীয় এবং দর্শনা বাজার কমিটির সভাপতি টিপু সুলতান (৪৫) ও দর্শনা আজমপুরের নাছির উদ্দীনের মেয়ে সোনিয়া (১৮) নামে এক যুবতিকে আটক করে। পরে আটককৃতদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় সদর থানা পুলিশ।