শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা গড়াইটুপির ঈমান আরী নামের এক ব্যক্তি নগত ১লক্ষ টাকা খুইয়েছেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। ঈমান আলী চুয়াডাঙ্গা তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের বাঙ্গাল পাড়ার মৃত: খলিল ব্যাপারির ছেলে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা যায় ঈমান আলী গত ২দিন আগে গড়াইটুপি থেকে ট্রাক যোগে প্রায় লক্ষাধিক টাকা কপি ঢাকায় বিক্রির জন্য নিয়ে যায়। গতকাল কপি বিক্রি করে গাবতলী থেকে পূর্বাশা পরিবহন যোগে বাড়ি ফেরার পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঈমান আলীর ভাই সরোজগঞ্জে নামিয়ে দেয়। পরে ঈমান আলীর ভাই সরোজগঞ্জ বাজারে ঈমান আলীকে দেখতে পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভভর্তি করে। এ রির্পোট লেখা পর্যন্ত ঈমান আলী অচেতন অবস্থায় হাসপাতালে মৃতু শয্যায় কাতরাচ্ছেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।