নিজস্ব প্রতিবেদক:
কর্মস্থল ঢাকা থেকে জেআর পরিবহনযোগে চুয়াডাঙ্গায় আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ ছয় হাজার টাকা খোয়ালেন মিলন মিয়া (২৯) নামের এক যুবক। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি গতকাল চুয়াডাঙ্গা পৌঁছালে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ছয়ঘরিয়া গ্রামের তেমাথাপাড়ার সামসুল হকের ছেলে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যুবক মিলন মিয়ার স্ত্রী মধুমালা বলেন, ‘গত রোববার রাত সাড়ে ১২টায় ঢাকা নবীনগর থেকে জে.আর পরিবহনের বাসে উঠি চুয়াডাঙ্গা আসার উদ্যেশ্যে। আমি আর আমার স্বামী বাসের মধ্যে পাশাপাশি ছিটে বসেছিলাম। বাস ঘাট পার হলে জ্যামে আটকা পড়ে এসময় আমাদের পেছনের ছিটের একজন অচেনা ব্যক্তি আমার স্বামীর সঙ্গে কথা বলতে শুরু করে। এসময় আমি জানালার দিকে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করি। এরই মধ্যে সে আমার স্বামীকে কেক খেতে দেয়। অনেক জোরাজুড়ি করলে সে কেক খায়। এরই মধ্যে আমার স্বামী গভীর ঘুমে অচেতন হয়ে পড়লে পকেট থেকে ৬ হাজার টাকা নিয়ে নেয়। এসময় আমার ঘুম ভেঙে গেলে সে আমাকে দেখে বলে ঘুমিয়ে পড়েছে পর্দা দিয়ে দেন বলে বাস থেকে নেমে যায়। তখন আমার স্বামীকে অনেক ডাকলেও সে সারা না দিলে বুঝতে পারি ওই ব্যক্তি অজ্ঞানপার্টির সদস্য ছিল। তখনি আমি বিষয়টি বাসের কন্ট্রাক্টরকে জানায়। কিন্তু ততক্ষণে সে পালিয়ে গেছে।’
মিলম মিয়া বলেন, ‘লোকটি অনেক নম্র ও ভদ্র ছিল। তাই তার কথায় মানা করতে না পারায় প্রথমে কেক ও পরে তার দেওয়া স্পিড (কোমল পানিয়) খাই। এর কিছুক্ষণের মধেই আমি ঘুমিয়ে পড়ি। আমার পাশের সিটেই আমার স্ত্রীও বসেছিল, তার সামনেই আমাকে কেক খেতে বলে, তাই সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস, ‘বেলা আড়াইটার দিকে মিলনকে পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নিয়ে আসে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়।’
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত