চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে হবিগঞ্জের দু’ব্যবসায়ী!
- আপলোড টাইম : ০৯:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
- / ৩৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গরু কিনতে এসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে হবিগঞ্জ জেলার দুই গরু ব্যবসায়ী। গতকাল সোমবার দুপুর ২টার দিকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ার এ ঘটনা ঘটে। অজ্ঞানপার্টির খপ্পরে পড়া ২ গরুর ব্যবসায়ী হলেন- হবিগঞ্জ জেলার বাহুবল থানার বোসিনা গ্রামের মওলা মিঞার ছেলে আব্দুল হান্নান (৪৫) ও একই এলাকার রফিক ইদ্দীনের ছেলে ফরজ উদ্দীন (৩০)।
জানা যায়, গতকাল সোমবার সকালে গরু কেনার উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডুগডুগির পশু হাটে এসেছিলো আব্দুল হান্নান, ফরজ উদ্দীন ও একই এলাকার আব্দুল আজিজ। ডুগডুগি পশুহাটে ঘুরাঘুরি করতে করতে দুপুর গড়িয়ে আসলে হাট সংলগ্ন এক খাবারের হোটেলে খাবার খাই আব্দুল হান্নান ও ফরজ উদ্দীন। খাবার শেষে খাবার টেবিলেই জ্ঞান হারায় ফরজ উদ্দীন। এদিকে, আব্দুল হান্নান ঘুম ঘুম ভাব বুঝতে পেরেই পাশের আরিফ ফার্মেসি নামক একটি ঔষধের দোকানে যেয়ে তার অসুস্থতার কথা বলতে বলতেই জ্ঞান হারায় আব্দুল হান্নান। এসময় ফার্মেসি মালিক আরিফ আব্দুল হান্নানের মোবাইল থেকে ডায়েলে থাকা আব্দুল আজিজকে ফোন করলে আব্দুল আজিজ সেখানে পৌছে। ঘটনা জানাজানি হলে লোকজড় হয় সেখানে। এর কিছু পরেও অজ্ঞান আব্দুল হান্নান ও ফরজ উদ্দীনের জ্ঞান না ফিরলে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধিনকালে জরুরি বিভাগের স্বেচ্ছাসেবকেরা আব্দুল হান্নানের শরীর থেকে ২ লাখ ২ হাজার ২ শ’ ২৫ টাকা উদ্ধার করে। এরপর উক্ত টাকা হাসপাতাল কর্তৃপক্ষের কছে জমা রাখে। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া আব্দুল হান্নান ও ফরজ উদ্দীনের সম্পূর্ণভাবে জ্ঞান ফিরলে তাদের টাকা তাদেরকে বুঝিয়ে দেয়া হবে।