আফজালুল হক: চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মফিজুল (৩০) নামের এক যুবক সর্বত্র খুইয়েছে। তাকে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ওই ব্যক্তিকে। ধারনা করা হচ্ছে অজ্ঞানপার্টি খপ্পরে পড়েছে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ পাচ ঘন্টা পরে হালকা জ্ঞান ফিরলে জানা যায়, মাফিজুল আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের স্কুলপাড়ার মিজাইলের ছেলে। তবে এর বেশি কোন তথ্য দিতে পারেনি। ধারনা করা হচ্ছে খুলনা থেকে আসার পথিমধ্যে ট্রেনের ভিতরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অজ্ঞান অবস্থায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।