নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটায় ভূমিহীনদের জন্য ঘর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। হাতিকাটা আবাসন প্রকল্পের পাশে এ নির্মাণকাজের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মুজিবশতবর্ষে দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রকল্পে চুয়াডাঙ্গা জেলায় গৃহহীন, ভূমিহীন মানুষদের পুনবার্সনের লক্ষ্যে খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু হয়েছ। এ প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজ হবে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।