চুয়াডাঙ্গার মালোপাড়ার অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে অজ্ঞাত যুবক
- আপলোড টাইম : ০৮:৩৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
- / ৩৯২ বার পড়া হয়েছে
অজ্ঞানপার্টির খপ্পরে পড়া হরিণাকুন্ডুর ইমন উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া যুবক ইমন আলীকে (১৭) অজ্ঞান অবস্থায় চুয়াডাঙ্গা মালোপাড়া থেকে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষন পর জ্ঞান ফেরে ইমন আলীর। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইমন আলী ঝিনাইদহ জেলার হরিণাকু- উপজেলার মুকিমপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও জিনিক্স ইনকর্পোরেশন ও আলম ট্রেডার্স ঝিনাইদহ ডিলারশিপটের সেলসম্যান হিসেবে সে কর্মরত।
অজ্ঞানপার্টির খপ্পরে পড়া যুবক ইমন আলী বলেন, গতকাল দুপুরে কোম্পানির কাজ শেষে ঝিনাইদহ মহেশপুর থেকে একটি পাখিভ্যানযোগে খালিশপুরে যাচ্ছিলাম। আগে থেকেই এই ভ্যানে দুই অপরিচিত যুবক ছিল। কিছুক্ষন আসার পর তারা আমার নাকে স্প্রে করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমি আর কিছুই জানিনা। ইমন আলী আরো বলেন, আমার নিকট থাকা কোম্পানির নগদ ৮ হাজার টাকা নিয়ে গেছে। তবে তার নিকট থাকা মোবাইল ফোনটি নেইনি তারা।
এদিকে, এলাকাবাসি খবর দিলে চুয়াডাঙ্গা মালোপাড়া থেকে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম ইমনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। এলাকাবাসি বলেন, গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গা মালোপাড়ার গলির মধ্যে একটি ছেলেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জিনিক্স ইনকর্পোরেশন ও আলম ট্রেডার্স ঝিনাইদহ ডিলারশিপটের সত্তাধিকারী মফিজুর রহমান বলেন, আমি ঘটনাটি চুয়াডাঙ্গা পুলিশের মাধ্যমে মোবাইল ফোনে অবগত হয়েছি। ইমন আমার কাছে ৭/৮ মাস যাবত সেলসম্যান হিসাবে কর্মরত। তবে বিষয়টি সন্দেহজনক বলে তিনি বলেন, ঘটনা যখন মহেশপুর থেকে ঘটেছে তাহলে আশেপাশে না নিয়ে ইমনকে বাসযোগে আউটসাইট চুয়াডাঙ্গাতে কেন নিয়ে যাবে? আর অজ্ঞান অবস্থায় একজনকে নিয়ে যাওয়া অতোটা সম্ভব না বলে তিনি দাবি করেন।
পুলিশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ইমনকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারের সময় ভিকটিম অস্পষ্টভাবে কথা বলছিল। ছেলেটির কিছু খাইয়ে অথবা শুকিয়ে অজ্ঞান করেছে বলে ধারনা। তবে তার নিকট নগত ৮ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞানপার্টির সদস্যরা। তিনি আরো বলেন, ছেলেটি অভিযোগ করলে আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।