তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়াতে গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে গরু ভর্তি মিনি ট্রাক শিয়ালমারী হাট থেকে গরু নিয়ে রওনা দিয়ে যাচ্ছিল ফরিদপুরে কিন্তুু পথিমধ্যে ভুলটিয়া গ্রাম পার হয়ে মাঠের মধ্যে ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইস্টিয়ারিং ভেঙ্গে ধান ক্ষেতের ভিতরে গাড়িসহ পড়ে। এতে ড্রাইভার গুরুতর হয় এবং একটি গরুর দুইটা শিং ভেঙ্গে যায় এবং বাকি গুলোর পিটে ও ঘাড়ে আঘাত পায়। ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয়রা ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসারর ব্যাবস্থা করে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।