নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভালাইপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’যুবককে পিটিয়ে জখম করেছে একদল যুবক। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ভালাইপুর মোড়ে এ ঘটনা ঘটে। পরে আহত দু’যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। জানা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দাখিল মাদরাসাপাড়ার হেলাল উদ্দীনের ছেলে রনি (১৮) এবং একই গ্রামের দক্ষিণপাড়ার ইসলামের ছেলে আরিফুল (১৮) গতকাল বিকালে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় আসছিলো। তারা ভালাইপুর মোড়ে পৌছালে রাস্তায় ভিড়ের কারণে মোটরসাইকেলের সাথে এক যুবকের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। পরে কয়রাডাঙ্গা গ্রামের জালাল গাজীর ছেলে শরিফ (২০), একই গ্রামের বাবুল কাজীর ছেলে সবুজ (১৮) ও নিয়ামতের ছেলে রুবেল (২২) বাটাম দিয়ে রনি ও আরিফুলকে বেধড়ক পিটিয়ে জখম করে। এতে রক্তাক্ত জখম হয় তারা। পরে স্থানীয়রা গুরুতর জখম আরিফুল ও রনিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।