ইপেপার । আজ রবিবার, ১০ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার ভান্ডারদহে পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, সকলকে পাশে থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যেদিন আমাদের নেতা তারেক রহমান এই রাষ্ট্রের প্রধান হবেন, সেদিন আমাদের সংগ্রাম শেষ হবে। এই সংগ্রামে আমাদের সকলকে পাশে থাকতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে নিজেদের অবস্থা থেকে ভূমিকা রাখব।’
গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রী শ্রী কালী ভান্ডারদহ পূজা মন্দিরে কালী পূজা উপলক্ষে পরিদর্শনকালে এসব কথা বলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি আরও বলেন, ‘আমরা সকলে বাংলাদেশী, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এই দেশের নাগরিক। একটি সময় ছিল যখন মানুষ মনে করতো হিন্দু মানে আওয়ামী লীগ। কিন্তু এখন আমরা জানি সব ধর্মের মানুষেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগের অধিকার ফিরে পেয়েছে। বিগত ১৫ বছরে যেটা আমরা পাইনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ব্যবস্থা করবে।’
বিএনপি নেতা শরীফুজ্জামান বলেন, ‘একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের মধ্যে শৃঙ্খলা ঠিক থাকতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠিত করেন। যিনি মাটি ও মানুষের নেতা ছিলেন। তিনি মাঠে মানুষের সঙ্গে মিশেছেন, তার আচরণ আমাদের সকলের শৃঙ্খলাবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছে।’ এসময় শরীফুজ্জামান যুবদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে মানুষের জন্য কাজ করতে বলেন।
অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণে অনেক ব্যস্ততার মধ্যেও তিনি উপস্থিত হতে পেরেছেন জানিয়ে বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের উৎসব উদ্যাপন করু। এই ইউনিয়নের অভিভাবক যারা আছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ওয়ার্ডের নেতা-কর্মী যারা আছেন, কোনো প্রকার সমস্যা হলে তাদের জানাবেন। আপনাদের এমন সুন্দর এবং বড় অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোয় সকলকে ধন্যবাদ।’
এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের মণ্ডপ পরিদর্শনের খবর পেয়ে সরোজগঞ্জ, কুতুবপুর, শংকরচন্দ্র, তিতুদহসহ বিভিন্ন এলাকার বিএনপি নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউনসহ রাস্তায় থেকে বিভিন্ন প্রকার স্লোগানের মাধ্যমে শরীফুজ্জামান শরীফকে স্বাগত জানান। মন্দির প্রাঙ্গনে পৌঁছালে শ্রী শ্রী কালী ভান্ডারদহ মন্দির কমিটির সভাপতি অসিত সরকার, সাধারণ সম্পাদক বিষ্ণু অধিকারী ও উপদেষ্টা খোকন অধিকারী ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সুমন পারভেজ খান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার ভান্ডারদহে পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, সকলকে পাশে থাকতে হবে

আপলোড টাইম : ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যেদিন আমাদের নেতা তারেক রহমান এই রাষ্ট্রের প্রধান হবেন, সেদিন আমাদের সংগ্রাম শেষ হবে। এই সংগ্রামে আমাদের সকলকে পাশে থাকতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে নিজেদের অবস্থা থেকে ভূমিকা রাখব।’
গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রী শ্রী কালী ভান্ডারদহ পূজা মন্দিরে কালী পূজা উপলক্ষে পরিদর্শনকালে এসব কথা বলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি আরও বলেন, ‘আমরা সকলে বাংলাদেশী, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এই দেশের নাগরিক। একটি সময় ছিল যখন মানুষ মনে করতো হিন্দু মানে আওয়ামী লীগ। কিন্তু এখন আমরা জানি সব ধর্মের মানুষেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগের অধিকার ফিরে পেয়েছে। বিগত ১৫ বছরে যেটা আমরা পাইনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ব্যবস্থা করবে।’
বিএনপি নেতা শরীফুজ্জামান বলেন, ‘একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের মধ্যে শৃঙ্খলা ঠিক থাকতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠিত করেন। যিনি মাটি ও মানুষের নেতা ছিলেন। তিনি মাঠে মানুষের সঙ্গে মিশেছেন, তার আচরণ আমাদের সকলের শৃঙ্খলাবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছে।’ এসময় শরীফুজ্জামান যুবদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে মানুষের জন্য কাজ করতে বলেন।
অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণে অনেক ব্যস্ততার মধ্যেও তিনি উপস্থিত হতে পেরেছেন জানিয়ে বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের উৎসব উদ্যাপন করু। এই ইউনিয়নের অভিভাবক যারা আছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ওয়ার্ডের নেতা-কর্মী যারা আছেন, কোনো প্রকার সমস্যা হলে তাদের জানাবেন। আপনাদের এমন সুন্দর এবং বড় অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোয় সকলকে ধন্যবাদ।’
এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের মণ্ডপ পরিদর্শনের খবর পেয়ে সরোজগঞ্জ, কুতুবপুর, শংকরচন্দ্র, তিতুদহসহ বিভিন্ন এলাকার বিএনপি নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউনসহ রাস্তায় থেকে বিভিন্ন প্রকার স্লোগানের মাধ্যমে শরীফুজ্জামান শরীফকে স্বাগত জানান। মন্দির প্রাঙ্গনে পৌঁছালে শ্রী শ্রী কালী ভান্ডারদহ মন্দির কমিটির সভাপতি অসিত সরকার, সাধারণ সম্পাদক বিষ্ণু অধিকারী ও উপদেষ্টা খোকন অধিকারী ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সুমন পারভেজ খান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল প্রমুখ।