চুয়াডাঙ্গার বোয়ালমারীতে জমি ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বড় ভাইয়ের বাটাম পেটায় ছোট ভাই দৃষ্টি হারাতে বসেছে
- আপলোড টাইম : ১১:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
- / ৩৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ভাইয়ের বাটামের আঘাতে চোখ হারাতে বসেছেন চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামের কুরমান সর্দার। এই আঘাতের ফলে তিনি দৃষ্টি হারাতে পারেন বলে চিকিৎসক জানান। গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় ভাই কুবাদ সর্দার নিজ দোকানের সামনে ছোটভাই কুরমানকে বাটাম দিয়ে মেরে গুরুতর জখম করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী স্কুলপাড়ার মৃত উম্বাত সর্দারের চার ছেলের মধ্যে জমিজমা ভাগাভাগি নিয়ে মতবিরোধ ছিলো। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুরমান সর্দার তার বড় ভাই কুবাদ সর্দারের দোকানের সামনে যান। এসময় সেখানে থাকা তাদের ছোট ভাই সুরুজ সর্দার জমি ভাগাভাগি নিয়ে কথা শুরু করে। এতে তাদের মধ্যে বাকবিত-া থেকে হাতাহাতি শুরু হয়। এসময় বড় ভাই কুবাদ সর্দার বাটাম নিয়ে এসে কুরমান সর্দারের মাথায় আঘাত করে। কুরমান আঘাত ঠেকানোর জন্য পিছনের দিকে গেলে বাটামের আঘাত তার ডান চোখের ওপর লাগে। ফলে তার চোখ ব্যপকভাবে জখম হয়। গুরুতর অবস্থায় কুরমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহী নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। তার চোখের অবস্থা আশঙ্কাজনক।