চুয়াডাঙ্গার বেগমপুর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান
- আপলোড টাইম : ০৯:৩৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৩৬০ বার পড়া হয়েছে
ফেনসিডিলসহ কবির আটক : মোটরসাইকেল জব্দ
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে জীবননগরের কবির নামের একজনকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে বেগমপুরের আকন্দবাড়িয়া থেকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সবেদ আলী ও এএসআই জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান বেগমপুরের আকন্দবাড়িয়া গ্রামে। এসময় গ্রামের তামালতলা সানবাঁধানো বটতলার সামনের পাঁকা রাস্তার উপর থেকে ২ বোতল ফেনসিডিলসহ কবির হোসেন (৩৫) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির কাছে থাকা ফ্রিডম হ্যান্ডেড একটি অনটেষ্ট মোটরসাইকেল জব্দ করে। গ্রেফতারকৃত কবির হোসেন জীবননগর বাসস্ট্যান্ড পাড়ার শফিকুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মোটরসাইকেল আজ রোববার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হবে।