চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে বার্ষিক কর্মদক্ষতা মূল্যয়ন ও বৃক্ষরোপণ

প্রতিবেদক, হিজলগাড়ী:
‘গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। আগামী প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য পৃথিবী দেখতে চাইলে এখন থেকেই বেশি বেশি গাছ লাগিয়ে পৃথিবীকে সবুজায়ন করার উদ্যোগ নিতে হবে। ফলজ, বনৌজ ও ঔষধী গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’ গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেগমপুর ইউনিয়নে বার্ষিক কর্মদক্ষতা মূল্যয়ন ও ইউনিয়ন পরিষদের আয়োজনে কোটালী মাধ্যমিক বিদ্যালয় বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপত্বিতে কোটালী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ শেষে ইউনিয়নের বার্ষিক কর্মদক্ষতা মূল্যয়ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব আশাবুল হক মাসুদসহ ইউপি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীমহল।