
নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুদের হাতে হত্যার স্বীকার রাশিদুলের দুই বন্ধু শাহাবুল ও রুহুরের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ছিনতাই ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রাশিদুলের বড় ভাই আশাদুল ইসলাম বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩। আলমডাঙ্গা থানার ওসি মোঃ আকরাম হোসেন জানান, গত সোমবার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বলিয়ার পুরের আশাদুলের ঘর জামাই এবং চুয়াডাঙ্গা সদর থানার গোপিনাতপুর গ্রামের মৃত আনোয়ার মোল্লার ছেলে রশিদুলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সদর থানার সরিষাডাঙ্গা গ্রামের জিকে খালের ধারে বলাগাড়ীর মাঠে শাহাবুল ও রুবেল শ্বাসরোধ করে হত্যা করে। এর পর তার লাশ খালের ধারে মাটিতে পুতে রাখে। পরে রাশিদুলের পাখি ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে ভ্যানটি বদরগঞ্জ বাজারে বিক্রি করতে গেলে স্থানীয় জনতা তাদের পুলিশে ধরিয়ে দেয়। পরে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় তারা তাদের বন্ধু রাশিদুকে (২৮) শ্বাসরোধ করে হত্যা করেছে। আজ বৃহ¯প্রতিবার আসামীদেরকে আদালতে সোপর্দ হবে।