প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুরে গলায় ফাঁস লাগিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা আত্মহত্য করেছেন। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, বলে আত্মহত্যার পূর্বে তিনি নিজ হাতে লিখে গেছেন চিরকুট। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর মাঝেরপাড়ার সফর বিশ্বাসের ছেলে ইসাহক আলী (৭০) রাত আনুমানিক ১০টার দিকে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে ইসাহক আলীর বড় মেয়ে মরিয়ম বেগম ঘরে প্রবেশ করে দেখতে পান তাঁর পিতা ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে মৃত অবস্থায় ঝুলে আছে। এসময় সে চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের অন্য সদস্যরা ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় ইসাহকের লাশ নিচে নামিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে যান বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসলাম পারভেজ। তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
এদিকে, মৃত্যুর পূর্বে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মর্মে একটি চিরকুট লিখে গেছেন বৃদ্ধ ইসাহক আলী। এবিষয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় গতকাল গ্রাম্য কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
