নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আপন (১৫) নামের এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে তারই মামা-খালাদের বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক আপনের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে দেন। গতকাল বিকেলে দীননাথপুর গ্রামের শ্যাকড়াপাড়ার এ ঘটনা ঘটে। আহত আপন দীননাথপুর শ্যাকড়াপাড়ার এলাকার সাইফুল ইসলামের ছেলে।
আহতের মা সিমা বলেন, ‘বিকেলে গরুর ঘাস কাটতে মাঠে যায় আপন। এসময় তার খালা ফুলবানু বারণ করে। এতে আপন তার নানি ফাতেমার কাছে নালিশ করায় দুই মামা ইউসুফ, রবিউল, দুই খালা ফুলবানু ও কাজলী আপনকে মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মারিজ বলেন, ‘তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।