চুয়াডাঙ্গার খাড়াগোদা বাজার সংলগ্ন পিচ রাস্তার বেহালদশা

তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা  থেকে সড়াবাড়ীয়া যে চলমান পিচরাস্তাটি আছে তা বিভিন্ন স্থানে গর্ত হয়ে ইটের খোয়া ছিটকে গিয়ে নিচ থেকে কাঁদা বের হয়ে আসছে। বিশেষ করে খাড়াগোদা বাজার সংলগ্ন ত্রিমহনী গাড়ি চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে।  এ রাস্তাদিয়ে প্রত্যেকদিন  ডাকাগামী কাঁচামালের ভারি যানবহন চলাচল করে।  দিনে দিনে রাস্তার অবস্থা খারাপের দিকে ধাবিত হচ্ছে। একটু বৃষ্টি হতে না হতেই বৃষ্টির পানি আটকে থাকে রাস্তার ওপর গর্তে  এর ফলে অনেক দূর্ঘনা প্রতিনিয়ত  ঘটেছে এখানে।  যদি এই সড়ক দ্রুত মেরামত না করা হয় তাহলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।  এলাকাবাসী জানান  ঊর্ধতন কর্মকর্তা যদি এদিকে একটু সুনজর দিতেন  তাহলে  বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে এলাকাবাসী ।