
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কৃতি সন্তান শহীদ সোহরাওয়ার্দী সরকারী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সহকারী পরিচালক আলি হোসেন মালিকের দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া জান্নাতুল বাকী কবরস্থানে সকাল সাড়ে ১০টায় জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন হয়। এসময় চুয়াডাঙ্গার রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ নামাজের জানাযায় অংশগ্রহন করেন। এর আগে খুব ভোরে ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া আলি হোসেন মালিকের লাশ অ্যাম্বুলেন্স যোগে তার পৈতৃক বাড়ী রেলপাড়ায় পৌছাঁলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়। নিহতের আত্মীয়-স্বজন নিহতের স্ত্রীও একমাত্র ছেলে খেয়াম মালিককে জড়িয়ে ধরে সবাই কান্নায় ভেঙ্গে পড়ে। নিহতের ছোট ভাই মবিন মালিক জানান আমার ভাই খুব সাদা মনের মানুষ ছিলেন তার কোন শত্র“ ছিলো না, যারা আমার ভাইকে নুশংসভাবে হত্যা করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন।