
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন নিয়ে ইনোভেশন সার্কেলের সভায় পর্যালোচনামূলক উন্নয়ন সভা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা উনুসের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। একে অপরকে সহযোগতিা করলে সবার কাজ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, নারী ও শিশুদের নিয়ে কাজ করুন কারণ তারাই দেশের ভবিষৎ। তাদেরকে খেলার মাঠে টানেন। খেলা মানুষের মনকে উজ্জীবিত করে। খেলার মধ্যে থাকলে যুবসমাজরা জঙ্গী বা নেশার জগতে পা রাখবে না। আলোচনা শেষে কমিশনার চুয়াডাঙ্গা সদরের স্টেডিয়ামের পাশে শিশু কিশোরদের জন্য তৈরী একটি সাতার প্রশিক্ষণ কেন্দ্র এবং পৌরসভার বিপরিতে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড করেজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন । এর পর জেলার শিবনগরে সদ্য গড়ে তোলা ডিসি ইকোপার্ক প্রদর্শণ করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর থানার নিবার্হী কর্মকর্তা কে এম মামুন উজ্জামানসহ জেলার সকল উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সকল সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।