চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গার আলোচিত চোর পুণ্টু গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১, ২০২০ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার আলোচিত চোর একাধিক চুরি মামলার আসামি কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়ার পল্টু ওরফে পুণ্টুকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা থানার পুলিশ। গত রোববার বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার পুণ্টু দামুড়হুদা খাঁ-পাড়ার কাবিল হোসেনের গরু চুরি মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারকৃত মিজানুর রাহমান ওল্টু ওরফে পল্টু ওরফে পুণ্টু চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়ার মুক্তার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পুলিশ জানতে পারে পেশাদার চোর পুণ্টু দর্শনা বাসস্ট্যান্ডে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেনসহ সহযোগী ফোর্স দর্শনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ওল্টু ওরফে পুণ্টু চুয়াডাঙ্গাসহ আশপাশ জেলার একাধিক চুরি মামলার আসামি।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা খাঁ-পাড়ার কাবিল হোসেনের বাড়ি থেকে বাচুরসহ একটি গাভী গরু চুরি হয়ে যায়। ওই ঘটনায় কাবিল হোসেন বাদী হয়ে পুণ্টুর নাম উল্লেখসহ আরও কয়েকজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলাতে তিনি পলাতক ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গত রোববারই তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।