চুয়াডাঙ্গার আলুকদিয়া থেকে দুই ছাগল চোর আটক

নিজস্ব প্রতিবেদক:
আলুকদিয়া থেকে দুই ছাগল চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে তাদেরকে পুলিশে দেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী থানার বাড়াদী কলাইডাঙ্গা গ্রামের কবির উদ্দীনের ছেলে জুনায়েদ (১৮) ও একই এলাকার মকছেদুলের ছেলে রুবেল (১৮)। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে স্থানীয়রা দুই যুবককে ছাগল চুরির অপরাধে আটক করে আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম হোসেনের কাছে তুলে দেই। পরে চেয়ারম্যান পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স আলুকদিয়া থেকে আটক ছাগল চোর দুজনকে থানা হেফাজতে নেন। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।