বদরগঞ্জ অফিস ঃ গত ১৬ আগষ্ট চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যঃ বিদ্যালয়ে মা অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় শুরু হওয়া মা অবিভাবক সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুুল মোতালেব মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, প্রতিষ্ঠান প্রধান শিক্ষক আলাউদ্দীন আহাম্মেদ। উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য আরিফ আহাম্মেদ, হাতেম আলী, আব্দুল মান্নান ও রিনা আক্তার। সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, শহিদুল ইসলাম, ছানোয়ার হোসেন সহ সকল শিক্ষক/শিক্ষিকা বৃন্দ। এ সময় অষ্টম শ্রেণীর ১৮১ জন ছাত্র/ছাত্রী সহ তাদের মা অবিভাবক হিসাবে উপস্থিত ছিলেন। আলোচক গন বলেন, শিক্ষার মানউন্নয়নের বিষয়ে শুধু মাত্র শিক্ষকদের দ্বায় বদ্ধতাই সিমাবদ্ধ নয়। এর সাথে সাথে সকল ছাত্র/ছাত্রীদের পিতা-মাতার সার্বক্ষনিক খোঁজ-খবর রাখা, বাড়িতে সঠিক ভাবে পড়ার টেবিলে বসছে কিনা, এমন কোন কাজের সাথে জড়িয়ে পড়ছে কিনা যাতে শিক্ষার মানউন্নয়ন থেকে পিছিয়ে পড়তে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত আসছে কিনা সহ যাবতীয় খোঁজ খবর রেখে সন্তানদের কে মানুষ করতে হবে বলেও উল্লেখ করেণ। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিছালনা করেণ, শিক্ষক সাইফুল ইসলাম স্বপন।