শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলোচিত যুবলীগ নেতা আজিজুল হক হত্যার আসামী প্রেফতার করেছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে তোরাব আলীকে গ্রেফতার করে। জানা গেছে, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম কামরুজ্জামানের নেতৃত্বে এসআই ইব্রাহিম, এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। উলে¬খ্য, গত ১৬ নভেম্বর সন্ধ্যায় অভ্যান্তরীণ কোন্দলের কারণে প্রতিপক্ষের হাতে খুন হন যুবলীগ নেতা আজিজুল হক। এ মামলায় যুবলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ আসামী করা হয় ৩৩ জনকে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।