নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে আরও দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত পূর্বের পাঠানো ৪৪ জনের ফলাফল এসে পৌঁছেছে। এই ৪৪ জনের মধ্যে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। এর আগে ১৪ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত ফলাফলের সংখ্যা ছিল ৩৬। মঙ্গলবার আরও ৪৪ জনের ফলাফল এসে পৌছালে এ পর্যন্ত পাওয়া মোট ফলাফলের সংখ্যা ৯০। যার মধ্যে ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়নি। শুধু সাব্বির নামের এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে, গত সোমবার রাতে চুয়াডাঙ্গা সদরের বেগমপুরের শহীদ উদ্দীন নামের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। তবে শহীদ উদ্দীন নমুনা ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সংগ্রহ করে। সবমিলিয়ে চুয়াডাঙ্গা জেলায় করোনা শনাক্ত হলো দুজন। যার মধ্যে একজনের নমুনা চুয়াডাঙ্গা থেকে ও অন্যজনের নমুনা ঢাকা থেকে সংগ্রহ করা হয়। এদিকে, করোনা শনাক্ত শহীদ উদ্দীনসহ তাঁর পরিবারের আরও দুজনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম গবেষণাগারে পাঠিয়েছে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। এছাড়া শহীদ উদ্দীনের নমুনা নতুন করে যবিপ্রবির জিনোম গবেষণাগারে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, এ পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে মোট ১২০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৯০ জনের ফলাফল এসে পৌঁছেছে। মোট ফলাফলে শুধুমাত্র একজনের করোনা রিপোর্ট পজেটিভ ছিল। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৮৯ জনের রিপোর্ট নেগেটিভ আসে। তবে নতুন করে চুয়াডাঙ্গার বেগমপুরের এক ব্যক্তির করোনা সন্দেহে ঢাকা থেকে নমুনা সংগ্রহ এবং পরীক্ষিত নমুনার ফলাফল পজেটিভ বলে জানতে পেরেছি। উক্ত রোগীর বর্তমান অবস্থা জানতে তুাঁর শরীর থেকে পুনরায় নমুনা সংগ্রহ করে যবিপ্রবির জিনোম গবেষণাগারে পাঠানো হয়েছে এবং রোগীর কিডনিজনিত সমস্যা থাকায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত