চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সম্পাদক হলেন এম এ মামুন
- আপলোড টাইম : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও সাহিত্যিক এম এ মামুন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ পদত্যাগ করায় গত বুধবার এম এ মামুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। সাহিত্য পরিষদের চলমান গতি অব্যাহত রাখতে বর্তমার কমিটি গত বুধবার সাহিত্য পরিষদের সভায় সাহিত্য পরিষদের আজীবন সদস্য এম এ মামুনে এই দায়িত্ব দেয়া হয়। উল্লেখ, গত ১৮ আগস্ট চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ পদত্যাগ করায় সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার সকাল ৯টায় সাহিত্য পরিষদ কার্যালয়ে সাহিত্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে এম এ মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সভায় উপস্থিত কার্যকরি কমিটির সদস্যরা নব্য মনোনিত সাধারণ সম্পাদক এম এ মামুনকে অভিনন্দন জানান এবং পরিষদের সকল কার্যক্রমকে গতিশীল করার আহব্বান জানান।