
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সদর হাসপাতালের বর্হিঃবিভাগে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী নূর বানু। তিনি দর্শনা থানাধীন বেগমপুর কলোনিপাড়ার প্রবাসী মিজান হোসেনের স্ত্রী। নূর বানু জানান, তাঁর ভাইয়ের মেয়ে সিনথিয়ার (৬) চিকিৎসার জন্য গতকাল হাসপাতালে আসেন। হাসপাতালের নতুন ভবনের দুইতলায় শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলনের কক্ষের বাইরে সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন। এসময় কেউ তাঁর ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়। তিনি আরও বলেন, ব্যাগের মধ্যে মেয়ের চিকিৎসার জন্য ৭ হাজার ৫ শ টাকা ছিল। যার সবটায় চুরি হয়েছে।